সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৭

কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা

কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে রোববার সন্ধ্যায় নগরীর লাকসাম রোডস্থ মহেশাঙ্গন নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বাসুদেব ধর এবং ধর্মীয় আলোচনা করেন শ্রীকাইল ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রী শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বিশ্বজিৎ দেব ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন কুমিল্লা'র সাধারণ সম্পাদক রূপচন্দ্র শ্যাম দাস ব্রহ্মচারী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহদেব বিগ্রহ মন্দির কমিটির সভাপতি প্রদীপ সাহা, মহেশাঙ্গন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎ সংঘের সভাপতি অধ্যাপক দিলীপ পোদ্দার, মহেশাঙ্গন শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক কমল চন্দ খোকন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি যোগেশ সরকার, কুমিল্লা ইসকন জগন্নাথদেবের মন্দির কমিটির উপদেষ্টা তাপস কুমার নাহা, কুমিল্লা ত্রিশূল উপদেষ্টা অ্যাডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ ও শারদাঞ্জলী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল মজুমদার, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কুমিল্লা'র সাবেক সভাপতি অধ্যাপক রাহুল তারণ পিন্টু, রামনবমী উদযাপন পরিষদ কুমিল্লা'র উপদেষ্টা ডা. অকুর দত্ত ও শ্রী শ্রী কাত্যায়নী কালী বাড়ি কমিটির সাধারণ সম্পাদক সজল চন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার নেতা চঞ্চল চক্রবর্তী ও তপন সেনগুপ্ত, জাগো হিন্দু পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি সাগর চন্দ্র দাস, রামনবমী উদযাপন পরিষদের আহ্বায়ক কিশোর দাস, বাংলাদেশ হিন্দু যুব মহাজোট কুমিল্লা'র সভাপতি অসীম বর্দ্ধন অপু ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কুমিল্লা'র আহবায়ক উল্লাস দে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি দীলিপ কুমার নাগ কানাই, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার প্রচার সম্পাদক রিংকু ঘোষ ও গীতা প্রতিযোগিতা পর্ষদের সদস্য সচিব আশীষ দাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়