বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৯:১৩

নেপালে চিত্র প্রদর্শনীর পর ঢাকায় পুরস্কৃত ‘রঙের চারু’র ৮ খুদে শিল্পী

একজনকে শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
নেপালে চিত্র প্রদর্শনীর পর ঢাকায় পুরস্কৃত ‘রঙের চারু’র ৮ খুদে শিল্পী

শিল্প যখন সীমান্ত পেরিয়ে হাত মেলায়, তখন শুধু ক্যানভাস নয়, মেলবন্ধন ঘটে দুই দেশের হৃদয়েরও। এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছে নেপাল-বাংলাদেশ শিশু-কিশোর আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৫। ‘তোমার স্বপ্ন আঁকো’ এই প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়িয়েছে চাঁদপুরের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘রঙের চারু’র খুদে শিল্পীরা।

এই আন্তর্জাতিক আয়োজন শেষ হওয়ার পর গত ২৫ জুলাই ২০২৫ (শুক্রবার) ঢাকায় থ্রিডি গ্যালারি, সামরিক জাদুঘর, বিজয় সরণিতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে চাঁদপুরের ‘রঙের চারু’র সাফল্য ছিলো চোখে পড়ার মতো। মোমেনা ফাইরোজ নূহিনকে শ্রেষ্ঠ চিত্রশিল্পীর পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া প্রদর্শনীতে অংশ নেয়া প্রতীক পাল, আফিফা মাহমুদ, বিন্দু বৈদ্য, সিদরাতুল মুনতাহা জোহা, উমা দাস অঙ্কিতা, জিনিয়া ইসলাম এবং সাবেরা ইকরা মম--এই ৮ জনই পুরস্কৃত হন তাদের অসাধারণ সৃষ্টিশীলতার জন্যে। সেই সঙ্গে ‘রঙের চারু’র চিত্রাঙ্কন প্রশিক্ষক অজিত দত্তকে শিশু-কিশোরদের মাঝে শিল্পপ্রতিভা বিকাশে অবদানের জন্যে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

‘রঙের চারু’র অভিভাবক ও সংগঠকরা বলেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেওয়া শিশুদের আত্মবিশ্বাসকে যেমন বাড়িয়ে তোলে, তেমনি তাদের দৃষ্টিভঙ্গিকে করে আরো প্রসারিত। নতুন নতুন দেশ, নতুন নতুন শিল্পধারা ও সংস্কৃতির সঙ্গে পরিচিতি ঘটে। যা শিশুদের মনে গড়ে তোলে মানবিক ও আন্তঃসাংস্কৃতিক চেতনা।

শিশুশিল্পীদের চোখে আঁকা রঙের স্বপ্ন শুধু প্রদর্শনীর দেয়ালেই সীমাবদ্ধ থাকে না, সেটি হয়ে উঠে দু দেশের বন্ধুত্বের সেতু এবং আগামীর শিল্পভুবনে সম্ভাবনার বীজ। আর এই পথেই রঙ ছড়িয়ে এগিয়ে যাচ্ছে চাঁদপুরের ‘রঙের চারু’র শিল্পীরা। যারা আজ শুধু চাঁদপুরের নয়, বাংলাদেশের গর্ব এবং আন্তর্জাতিক শিল্পমঞ্চেরও এক উজ্জ্বল নাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়