মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১১:১২

বিধিনিষেধে গার্মেন্টস খুললেও কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়

অনলাইন ডেস্ক
বিধিনিষেধে গার্মেন্টস খুললেও কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়

হঠাৎ করেই পহেলা আগস্ট থেকে খুলছে গার্মেন্টস সহ দেশের রপ্তানিমুখি সব ধরণের শিল্প কারখানা। রবিবার কারখানা খোলায় আজ শনিবার এক দিনের মধ্যে শ্রমিকদের ঢাকায় আসতে হবে। পরিবহন বন্ধ থাকায় তাঁরা কিভাবে আসবেন, সেই নির্দেশনা নেই। এর আগেও হঠাৎ করে পোশাক কারখানা খোলায় লকডাউনে মানুষের ঢল নেমেছিলো।

এমন পরিস্থিতিতে সরকারের এই সিদ্ধান্তে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন করোনা মোকাবেলায় সরকার গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্যরা। এমনকি কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে আজ-কালের মধ্যেই ওই কমিটি থেকে পদত্যাগ করতে পারেন বলে আভাস দিয়েছেন।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ‘শ্রমিকদের মধ্যে যাঁরা ঈদের পরের দিন এবং এই কয়েক দিনে বিচ্ছিন্নভাবে ঢাকায় এসেছেন বা এরই মধ্যে কারখানার আশপাশে রয়েছেন, শুধু তাঁদের নিয়েই কারখানা চালু করবেন গার্মেন্ট মালিকরা। আর যাঁরা বাড়িতে অবস্থান করছেন তাঁরা ৫ আগস্টের পর গাড়ি চলাচল শুরু হলে ঢাকায় আসবেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গার্মেন্ট মালিকরা আমাদের কথা দিয়েছেন বাড়িতে অবস্থানরত শ্রমিকদের কারখানায় আসতে চাপ দিবেন না তাঁরা। আমরা কঠোরভাবে বলেছি, এই সময়ের মধ্যে কোনো বাস চলবে না। যাঁরা রয়েছেন তাঁদের নিয়েই স্বল্প পরিসরে কাজ করতে হবে। শিল্প-কলকারখানার মালিক এবং তাঁদের সংগঠনগুলো এই শর্ত মেনে নিয়েছে।’

তাই চলমান কঠোর বিধিনিষেধে গার্মেন্টস খুললেও শ্রমিকদের কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়