বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:০৫

নৌ পুলিশ সুপার নিজেই ধরলেন প্রতারণা

হাঁস বিক্রিতে ওজনে কারচুপির দায়ে দু ব্যবসায়ীকে জেল-জরিমানা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
হাঁস বিক্রিতে ওজনে কারচুপির দায়ে দু ব্যবসায়ীকে জেল-জরিমানা

বাজারে হাঁস কিনতে গিয়ে ওজনে কারচুপিতে প্রতারণার শিকার হয়েছেন চাঁদপুরের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। এ ঘটনায় হাঁস বিক্রির কারচুপির সঙ্গে জড়িত দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাতে চাঁদপুর শহরের প্রধান কাঁচাবাজার পালবাজারে প্রতারণার এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

জানা গেছে, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান পালবাজারে হাঁস কিনতে গেলে ৬টি হাঁসের ওজন ৯ কেজি এক শ' গ্রাম দেখানো হয়। এতে তাঁর সন্দেহ হওয়ায় তিনি ওজন মাপার স্কেলে নজর দেন। সেখানে দেখা যায়, ভারী লোহার পাত ব্যবহার করে ওজন নির্ধারণ করা হচ্ছে।

সাথে সাথে তিনি এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। পরে ঘটনাস্থল পালবাজারে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

এ সময় হাঁস বিক্রেতা আফজাল সরকার (৩০) ও জিল্লুর রহমান (২৫) ওজনে কারচুপি করার কথা স্বীকার করেন। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৬০ ধারায় তাদের দুজনকে নগদ ৮ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

পালবাজারের ব্যবসায়ী নেতা মনির হোসেন জানান, প্রতারণার সঙ্গে জড়িত হাঁস-মুরগির দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে খোদ পুলিশ সুপার বাজারে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়