প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২১:৩০
ফেসবুকে অপপ্রচারে থানায় জিডি করলেন বাদাশিকস সাধারণ সম্পাদক

'বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি' কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হুসাইনের ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। গত ১ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর বাগাদী নানুপুর চৌরাস্তার সন্নিকটে 'কিডস কিংডম' নামে একটি শিশু পার্কে সপরিবারে তিনি বেড়াতে যান। সেখানে একদল দুষ্কৃতকারী ভিডিও ও বিকৃত ছবি তৈরি করে সোস্যাল মিডিয়া ফেসবুকে অপপ্রচার করেছে। প্রচারিত সংবাদ ও ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে বলে তিনি দাবি করেন।
|আরো খবর
মুফতি মনোয়ার বলেন, আমার সাথে কারো কোন প্রকারের বাকবিতন্ডা হয় নি। কোনো শত্রুতা নেই, কিন্তু কারা এই কাজ করলো আমি তাদের উপযুক্ত শাস্তি কামনা করি । আমি গত ৫ জানুয়ারি (সোমবার) ইসলামিক ফাউণ্ডেশন চাঁদপুর জেলার উপ-পরিচালক মহোদয়ের সাথে হেড অফিসে ওলামাদের একটি বিশেষ প্রোগ্রামে উপস্থিত ছিলাম।
এরপর থেকে আমার নিজ কর্মস্থল 'বালিয়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, ফরক্কাবাদ, চাঁদপুর'-এ নিয়মিত দায়িত্ব পালন করে আসছি।
উক্ত ঘটনার নিন্দা জানিয়ে প্রাথমিক ভাবে চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। জিডি ট্র্যাকিং নং - OAHCOI
জিডি নং ৪২৮,
তারিখ : ০৭/০১/২০২৬।








