মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:০১

শব্দদূষণ নিয়ন্ত্রণ অভিযানে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ

স্টাফ রিপোর্টার।।
শব্দদূষণ নিয়ন্ত্রণ অভিযানে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ
চাঁদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা পরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত টিম।

চাঁদপুর শহরের সার্কিট হাউজের সম্মুখস্থ সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ধারা ৭ অনুযায়ী ৫টি বাস থেকে মোট ১০টি হর্ন জব্দ এবং জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা আফরোজ। পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘন করায় ৩টি বোগদাদ ট্রান্সপোর্ট, ১টি আইদি এন্টারপ্রাইজ এবং ১টি আনন্দ পরিবহনের বাস থেকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নগুলো জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের ২,৫০০ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযান চলাকালীন বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়