মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:২২

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী আটক

প্রবীর চক্রবর্তী।।
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী আটক

ফরিদগঞ্জে ৪০ দিনের কন্যা সন্তানের মা সানিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

এদিকে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে দায়েররকৃত মামলায় সানিয়া আক্তারের স্বামী প্রবাস ফেরত নাজমুল শেখ আটক হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) মামলা দায়েরের পর পুলিশ রাতেই তাকে আটক করে। পরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামে মৃত্যুর এই ঘটনা ঘটে।

নিহত সানিয়া আক্তার সকদিরামপুর গ্রামের প্রবাসী নাজমুল শেখের স্ত্রী। তার বাবার বাড়ি বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। সানিয়ার পরিবারের লোকজনের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ব্যাপারে নিহত সানিয়ার পিতা নাছির উদ্দিন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সানিয়া ও নাজমুল শেখের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ৪০ দিনের কন্যাসন্তান রয়েছে।

পরিবারের দাবি, বিয়ের পর থেকেই নাজমুল শেখ ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে সানিয়ার ওপর চাপ সৃষ্টি করতেন এবং একাধিকবার শারীরিকভাবে নির্যাতন চালান। ঘটনার আগের দিন রাতেও সানিয়াকে মারধর করা হয়। এক পর্যায়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, গৃহবধূর পিতা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করলে আমরা তার স্বামীকে আটক করি। পরে তাকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়