সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৯:০৪

শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টার ঘটনায় যুবক আটক

ফরিদগঞ্জ ব্যুরো।।
শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টার ঘটনায় যুবক আটক

শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফরিদগঞ্জে থানা পুলিশ মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে। আটককৃত ব্যক্তি উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের রনাতলী গ্রামের প্রয়াত ছেলামত বেপারীর ছেলে। রোববার (২১ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে তাকে আটকের পর সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

পুলিশ সূত্র জানা গেছে, গত ১৭ ডিসেম্বর শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবতী (২৮)কে অভিযুক্ত সাইফুল ইসলাম তার স্ত্রী ডাকছে বলে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। চিকিৎসা শেষে পরে ২১ ডিসেম্বর ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত মো. সাইফুল ইসলামকে রোববার রাতে আটক করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরপূর্বক সোমবার চাঁদপুর আদালতে প্রেরণ করলে আদালতে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে মামলা দায়েরপূর্বক অভিযুক্তকে আটকপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়