মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:১০

মতলব উত্তরে মিথ্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে মিথ্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মতলব উত্তর উপজেলার সুগন্ধী গ্রামে মাদক কারবারি ও মামলাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সুগন্ধী বেড়িবাঁধে মানববন্ধন কর্মসূচি পালন করে গ্রামবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেড়িবাঁধ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, ইউপি সদস্য মো. রোকন, সমাজসেবক আমির হোসেন, মো. রিয়াজুল হাসান বাবলু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সুগন্ধী গ্রামের মৃত সিরাজ উদ্দিন আহমেদ সরকারের ছেলে জিয়া উদ্দিন আহমেদ ওরফে রাসেল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মিথ্যা মামলার মাধ্যমে নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের হয়রানি করছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন অজুহাতে তারা প্রায় ৬-৭টি মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ উঠে।

বক্তারা বলেন, সুগন্ধী একটি আদর্শ গ্রাম। বহু গুণীজনের বসবাস এই গ্রামে। কিন্তু মাদক ব্যবসায়ী ও মামলাবাজ জিয়া উদ্দিন আহমেদ রাসেল ও তার সহযোগীরা এ গ্রামের সুনাম ক্ষুণ্ন করছে। তারা আমাদের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়