বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৬

ফরিদগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ২

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ২

ফরিদগঞ্জে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় দু কিশোরকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আটককৃতরা হলো : পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের আরাফাত হোসেন(১৭) ও কাছিয়াড়া গ্রামের শিহাব হোসেন (১৭)। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আটককৃতদের মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকালে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করে নিয়ে গণধর্ষণের চেষ্টা করা হয়েছে মর্মে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা। তিনি বাদী হয়ে থানায় এজহার দায়ের করেন।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, দরিদ্রতার কারণে তার ১৪ বছর বয়সী কিশোরী মেয়ে ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজ করতে নিকট আত্মীয়ের সাথে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পোঁছালে ভুক্তভোগীকে অভিযুক্ত একদল কিশোর প্রথমে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে কাছিয়াড়া গ্রামে রাজার পার্ক এলাকায় একটি বাগানে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এ সময় ভুক্তভোগী কিশোরীর ডাকচিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায়। এদিকে ওই কিশোরীর প্রেমিক সন্দেহে আটক মুন্নার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি থানা পুলিশ। ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ঘটনার শিকার কিশোরীর মা বাদী হয়ে থানায় অভিযোগ করলে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মিয়মিত মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়