প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩
শ্রীমঙ্গলে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিসহ ২জন গ্রেপ্তার হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরী, এএসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলামের নেতৃত্বে শ্রীমঙ্গল শহর এলাকায় অভিযান চালিয়ে জিআর ৩০৯/১৯ (শ্রীমঙ্গল)-এর ২ (দুই) বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১,০০০/-টাকা অর্থদণ্ড আনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামি শহরের ক্যাথলিক মিশন রোডের চুনু মিয়ার ছেলে তানভীর হোসেন ইসলাম ও সিআর-৩২৮/২৪(শ্রীঃ)-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার সাইটুলা গ্রামের রহিম মিয়ার ছেলে সাকিব মিয়াকে গ্রেপ্তার করেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।