প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ২১:০৯
সৌদিতে প্রাণ গেলো হাজীগঞ্জের জিয়ার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মো. জিয়াউর রহমান ভুঁইয়া নামের এক বাংলাদেশীর। রোববার (২৪ আগস্ট ২০২৫) সকালে মদিনা নগরীতে নিজ কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তিনি হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোপালখোঁড় গ্রামের ভুঁইয়া বাড়ির মৃত মহিবুল্লাহ আবুল কালাম ভুঁইয়ার ছেলে।
|আরো খবর
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবের মদিনাতে কর্মরত ছিলেন জিয়াউর রহমান ভুঁইয়া। এদিন সকালে তিনি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে মদিনার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে বাংলাদেশ সময় রোববার দুপুরে জিয়াউর রহমানের মৃত্যুর খবর জানতে পেরে নিহতের পরিবার, স্বজন ও তার এলাকায় এবং মদিনায় বসবাসরত বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বজন বিএম আহসান কলিম জানান, পরিবারের পক্ষ থেকে জিয়াউর রহমানের মরদেহ দেশে আনার বিষয়ে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করা হচ্ছে।
বড়কুল পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মান্নান বলেন, নিহত জিয়ার স্ত্রী ও দু কন্যা সন্তান রয়েছে। যতোটুকু জানতে পেরেছি, তার মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের লোকজন কাজ করছেন।