প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৭:১৫
হাজীগঞ্জের গ্রামে মিলেছে বিপুল মাদক : আটক ৪

অজপাড়াগাঁয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধারে হতবাক স্থানীয়রা। এই মাদকের গন্তব্য কি গ্রামেই, নাকি এটা ট্রানজিট মাত্র--এমন প্রশ্ন করছেন স্থানীয়রা। রোববার (২৪ আগস্ট ২০২৫) দুপুরে যৌথবাহিনীর অভিযানে ১৫ হাজার ৮শ' পিচ ইয়াবা ও ৫ বোতল ফেন্ডিডিলের চালান জব্দ করা হয় হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের সুলতান হাজী বাড়ি থেকে। এ সময় মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে যৌথবাহিনী।
আটককৃতরা হলেন : হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের টোরাগড় এলাকার মৃত আলী আরশাদের ছেলে হাড্ডি লিটন (৫৫), ৭নং ওয়ার্ড টোরাগড় এলাকার মৃত মিলন বেপারীর ছেলে সাগর হোসেন শাহাদাত (৩৫), হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের জাকির হোসেনের ছেলে মো. সুমন হোসেন (২৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার চাপরান খরাচিপাড়া এলাকার আকতার হোসেন ফারুকের স্ত্রী ইয়াসমিন আক্তার (২১)।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে হাজী বাড়ির জাকির হোসেনের বসতঘরে অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও হাজীগঞ্জ থানা পুলিশ। এতে ওই বসত ঘর থেকে ১৫ হাজার ৮শ' পিচ ইয়াবা ট্যাবলেট সদৃশ্য বস্তু ও ৫ বোতল ফেন্সিডিলসহ চার মাদক কারবারিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ইয়াবা ট্যাবেলট সদৃশ্য বস্তুগুলো মাদকদ্রব্য কিনা তা নিশ্চিতকরণে পরীক্ষার জন্যে ল্যাবে পাঠানো হবে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।