বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ২১:১৭

চাঁদপুর নারী ও শিশু আদালতের বিশেষ পিপি অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর নারী ও  শিশু আদালতের বিশেষ পিপি  অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁদপুরের সাময়িক দায়িত্ব পালনের জন্য বিশেষ পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাড: সামছুল ইসলাম মন্টু । চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান গত ২০ আগস্ট বিশেষ পিপি হিসেবে তাকে এ নিয়োগপত্র প্রদান করেন ।

চাঁদপুর জেলার বিশেষ পিপি সাইয়েদুল ইসলাম বাবু মৃত্যুবরণ করায় বিশেষ পিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন । গত দুদিন আগে আব্দুল্লাহ আল মামুন বিশেষ পিপির পদ থেকে স্বেচ্ছায পদত্যাগ করেন । Legal Remembrancer's Manual ' 1960 এর অধ্যায় - ২ এর ২৭(১৭এ) বিধি এবং ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৪৯২ (২) ধারামতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু কে বিশেষ পিপি হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দেন জেলা ম্যাজিস্ট্রেট।

চাঁদপুর জেলার নবাগত বিশেষ পিপি অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু বুধবার ২১ আগস্ট বিশেষ পিপি হিসেবে যোগদান করেন । বিকেলে তিনি জেলা ম্যাজিস্ট্রেট, জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা জজ) বিচারক ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বিশেষ পিপি হিসেবে দায়িত্ব পাওয়ার পর চাঁদপুর আইনজীবীদের মাঝে আনন্দের ছড়িয়ে পড়ে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়