মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০৪:৪৪

চাঁদপুর লঞ্চঘাটে গাঁজাসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর লঞ্চঘাটে গাঁজাসহ যুবক গ্রেফতার

চাঁদপুর লঞ্চঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ৯শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। ৪ এপ্রিল সোমবার রাত সাড়ে ১০টায় লঞ্চঘাটের ৩নং টার্মিনাল থেকে বাক্সভর্তি গাঁজা উদ্ধার করা হয়।

গাঁজা উদ্ধারকালে এর বহনকারী যুবককে আটক করেন চাঁদপুর নৌথানার এসআই বাবুল বালা। আটক যুবক হচ্ছেন কুমিল্লার বুরিচং উপজেলার উত্তর গ্রাম এলাকার মোঃ সাইফুল ইসলাম। গাঁজাগুলো সে কুমিল্লা থেকে এনে লঞ্চযোগে বরিশাল নিয়ে যাবার জন্য চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান করছিলো।

চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি উপহারের বক্স থেকে গাঁজা উদ্ধার করি। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৫৮ হাজার টাকা। গাঁজাবহনকারী যুবককেও আটক করা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়