শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৪:২৭

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৩য় TESOL BD–DIU আন্তর্জাতিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি।।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৩য় TESOL BD–DIU আন্তর্জাতিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশ টিসল সোসাইটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU), ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস, IATEFL এবং TESOL International Association-এর সহযোগিতায় ৫-৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ৩য় TESOL BD–DIU আন্তর্জাতিক সম্মেলন-২০২৫-এর আজ ৬ ডিসেম্বর শেষদিন। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক একাডেমিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে “Bridging Divides: Human-Centred Language Education in the Age of AI and Social Transformation” প্রতিপাদ্যকে কেন্দ্র করে, যেখানে এআই চালিত যুগে মানবকেন্দ্রিক ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তৃত আলোচনা চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মেলনের কনভেনর প্রফেসর ড. সাইদুর রহমান; কো-কনভেনর ড. এহতাশাম উল হক ইতেন; বাংলাদেশ টিসল সোসাইটির সভাপতি মো. হামিদুল হক; স্টিফেন ফোর্বস, কান্ট্রি ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ; স্কট হার্টম্যান, ডিরেক্টর অব পাবলিক এনগেজমেন্ট, ইউএস এম্বেসি ঢাকা; ক্রিস্টোফার গ্রাহাম, প্রেসিডেন্ট ও চেয়ার, বোর্ড অব ট্রাস্টিজ, IATEFL; ড. জাস্টিন শিউয়েল, প্রেসিডেন্ট, TESOL International Association; প্রফেসর ড. মামুন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক), ঢাকা বিশ্ববিদ্যালয়; এবং প্রফেসর ড. এম. আর. কবির, ভাইস চ্যান্সেলর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উদ্বোধনী সেশনে প্রকাশিত হচ্ছে TESOL BD Journal (Volume 2) এবং প্রদান করা হচ্ছে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অধ্যাপক দিল আফরোজ কাদের, ড. রুবিনা খান এবং অধ্যাপক এম. শহিদুল্লাহকে।

সম্মেলনের দুই দিনজুড়ে অনুষ্ঠিত হচ্ছে কীনোট বক্তব্য, প্লেনারি সেশন, আমন্ত্রিত কলোকুইয়াম, বিভিন্ন থিম্যাটিক কর্মশালা এবং সমান্তরাল গবেষণা প্রবন্ধ উপস্থাপনা। কীনোট বক্তব্য রাখেন ড. গ্যারি মোটারাম (ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার) এবং ড. লিলিয়ান ডব্লিউ মিনা (ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহাম)।

প্লেনারি সেশনগুলো পরিচালনা করছেন প্রফেসর ড. মোহাম্মদ আজহার (সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক); প্রফেসর ড. মুহাম্মদ শাহরিয়ার হক (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি); প্রফেসর মাশরুর শহীদ হোসেন (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়); প্রফেসর সাবিহা হক (ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়); এবং প্রফেসর ড. শামসাদ মর্তুজা (ঢাকা বিশ্ববিদ্যালয়)। এছাড়া আমন্ত্রিত কলোকুইয়াম পরিচালনা করছেন ড. মোহাম্মদ শামস উদ দুহা, প্রফেসর অ্যামি সি. ব্র্যাডশো, ড. তাসলিমা আইরিন আইভি, প্রফেসর সুসান রবার্টসন, ড. মার্টিন এডওয়ার্ডস এবং ড. স্কাই ঝাও।

সম্মেলনের শেষাংশে অনুষ্ঠিত হচ্ছে একটি উচ্চ পর্যায়ের নীতিভিত্তিক প্যানেল, যা পরিচালনা করছেন ড. মোহাম্মদ রায়হান শরীফ। প্যানেলে অংশ নিচ্ছেন ড. গ্যারি মোটারাম, ড. লিলিয়ান ডব্লিউ মিনা, ড. আহমেদুল কবির, প্রফেসর ড. সাইদুর রহমান এবং মো. হামিদুল হক। তাঁরা সম্মিলিতভাবে এআই–সমন্বিত ভবিষ্যতের প্রেক্ষাপটে বাংলাদেশের ইংরেজি ভাষা শিক্ষার দিকনির্দেশনা নিয়ে আলোচনা করছেন।

আয়োজকরা সকল বক্তা, গবেষক, অংশগ্রহণকারী, সহযোগী প্রতিষ্ঠান এবং স্পন্সরদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সম্মেলনটিকে একটি সফল, সহযোগিতামূলক এবং গভীর একাডেমিক প্রভাববাহী আন্তর্জাতিক সমাবেশ হিসেবে ঘোষণা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়