রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:২৭

চাঁদপুরের সংগীতাঙ্গনের নক্ষত্র ইতু চক্রবর্তী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

পলাশ দে
চাঁদপুরের সংগীতাঙ্গনের নক্ষত্র ইতু চক্রবর্তী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

চাঁদপুরের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, খ্যাতিমান সংগীত শিক্ষক ও কণ্ঠশিল্পী ইতু চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও কণ্ঠসংগীতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইতু চক্রবর্তীঅসংখ্য ছাত্র-ছাত্রী গড়ে তুলেছেন। তাঁর অসুস্থতার খবরে সংগীতপ্রেমী মহল, সাবেক শিক্ষার্থীশুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ইতু চক্রবর্তীর দ্রুত আরোগ্য কামনায় তাঁর সাবেক ছাত্র-ছাত্রী, সহকর্মী ও স্বজনরা সবার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, সবার প্রার্থনায় তিনি শিগগিরই সুস্থ হয়ে সংগীতাঙ্গনে ফিরে আসবেন

ডিসিকে / এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়