প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯
বিজয় দিবসে বিনামূল্যে ডায়াবেটিক চিকিৎসাসেবা

মহান বিজয় দিবস উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড পিএলসি চাঁদপুর শাখার আয়োজনে ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর পৌরসভা প্রাঙ্গণে সকল পর্যায়ের মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ৫০০ শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা প্রদান করেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার সানজিদা ইসলাম।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি চাঁদপুর শাখার ম্যানেজার মো. ফয়সাল আহমেদ, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল আজম, আইটি কর্মকর্তা উজ্জ্বল হোসাইন, গণসংযোগ কর্মকর্তা নাছিমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স রাশিদা আক্তার, ল্যাব এটেনডেন্ট আমিনুল ইসলাম পাপন, অফিস অ্যাসিস্ট্যান্ট রাসেল আহমেদ প্রমুখ।








