বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৩

পঞ্চম ধাপে হাজীগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

চাঁদপুর কণ্ঠে রিপোর্ট
পঞ্চম ধাপে হাজীগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে হাজীগঞ্জে ব্র্যাকের ৫ম দিনের ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত হয়েছে। অভিযানে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল ও চাঁদপুরের যুব সদস্যরা সহযোগিতা করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় রামপুর উচ্চ বিদ্যালয়ে ৫ম ধাপের কার্যক্রম উদ্বোধন করেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন সরকার এবং সহকারী প্রধান শিক্ষক মো. শাহ আলম।

উদ্বোধনের পর রামপুর উচ্চ বিদ্যালয়, রামপুর প্রাথমিক বিদ্যালয়, আল-বান্না মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় এবং রামপুর বাজারের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সতর্কীকরণ লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ব্র্যাক হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার হেলাল আহমেদ, হাজীগঞ্জ ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, রামপুর ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ফিল্ড অর্গানাইজার, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের চাঁদপুর শাখার দলনেতা ইয়াসিন আরাফাত, উপদলনেতা-১ মোহাম্মদ ইউসুফ, সহ-যুব সদস্য আরফানূর জামান তাহসিন, রাহাদ জামান, নিরব আহমেদ, আল-আমিন মজুমদার, শাহজাদা জামান, আবদুল্লাহ আল মাহমুদ, সাদিয়া সুলতানা, নাসরিন, নুসরাত, মিলি, নাদিয়া জাহান বৃষ্টি, জাহিদুল হাসান, ইমন, নাঈম, রায়হান মজুমদার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়