মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

শরৎ আজকাল
অনলাইন ডেস্ক

শরৎ ও সুনীল আবহমান কাল হতেই সহোদর

প্রকৃতির গর্ভ ফুঁড়ে অভিন্ন যমজরূপে ভূমিষ্ঠ হয়

তাই সুনীল আকাশকে দেখলে শরৎকে মনে পড়ে

ভ্রাতার রূপে শরৎ দৃশ্যমান হয় নিসর্গ নিকেতনে।

শিউলী আর শিশিরে প্রকট হয় কৈলাসের কীর্তন

সাদা কাশে দূর হতে ফুটে ওঠে অপরূপ শারদীয়া

বিজয়া আর বিসর্জনের অশ্রুতে একাকার বাঙালি

শরৎ আসে সম্প্রীতির মূল্যবোধকে জাগিয়ে দিতে।

ভাদ্রের তালপাকা ঘ্রাণে মাতাল হয়ে ওঠে দুপুর

অশাখ তরুশীর্ষে বিশ্রাম নেয় পরিযায়ী সাদা মেঘ

শ্যামের বাঁশিতে উতলা হয় ক্লান্ত বিকেলের রোদ

জন্মাষ্টমীর শোভাযাত্রায় জয়ী হয় কৃষ্ণের লীলা।

শরৎ তবু প্রতিবছর নির্যাতিত হয় কর্তিত মস্তকের প্রতিমায়

শরৎ আজকাল দুর্গা নয় অসুরের মিথ হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়