রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:০০

অকুতোভয় সেই জননী

মোহাম্মদ সোহরাব হোসেন
অকুতোভয় সেই জননী

মোহাম্মদ সোহরাব হোসেন অকুতোভয় সেই জননী

ময়নামতির শান্ত গাঁয়ে

শুরু হলো পথচলা,

সময়ের টানে শুরু হলো তাঁর

নতুন গল্প বলা।

শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছিলেন

অকৃত্রিম জীবন সাথী

খালেদা জিয়া নামটি তাঁহার

মুক্তিকামী মানুষের বাতি।

গৃহবধূ থেকে হলেন তিনি

বাংলার প্রিয় নেত্রী,

ইসলামী মূল্যবোধে অটল বিশ্বাসী

গণতন্ত্রের ছিলেন ধাত্রী।

স্বামীর শোকে দমে যাননি

ধরেছেন বাংলার হাল,

আপোসহীন সেই সংগ্রামে

কেটেছে কত কাল।

রাজপথ কাঁপে যাঁর মিছিলে

ভয় নেই যাঁর চোখে,

অকুতোভয় সেই জননী

আছেন সবার বুকে।

এভারকেয়ারের শীতল ঘরে

থামলো প্রাণের সুর,

বেদনায় নীল আকাশ হলো

ম্রিয়মাণ বহুদূর।

নিস্তব্ধ আজ সারা বাংলা

থমকে গেছে পথ,

থেমে গেল এক মহীয়সীর

বর্ণিল বিজয় রথ।

হাজারো চোখের অশ্রু জলে

নীরব আজ এ মাটি,

স্মৃতিতে অম্লান রবে চিরকাল

দেশপ্রেম যার খাঁটি।

ছিলেন তিনি অপরাজিতা নারী

ছিলেন খাঁটি মুসলমান

মহান আল্লাহপাক করেন যেন

তাঁকে বেহেস্তের মেহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়