রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮

শূন্যতার মৃত্যু

খায়রুল আলম
শূন্যতার মৃত্যু

খায়রুল আলম শূন্যতার মৃত্যু

শূন্য শব্দেই সব শুরু,

শূন্যতা থেকেই পুণ্যতার পথচলা

শূন্য পকেটে ধরণীর ধারা।

ভবঘুরে পথচারী পথে প্রান্তরে

তেপান্তরের তিক্ত ধারায়

প্রশান্তির শেষ প্রান্তে।

শূন্য পৃথিবীর, পূর্ণতা ঘটে,

পুণ্য পৃথিবী শূন্যতার পথ ধরে,

মহাশূন্যে মিলিয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়