প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭
হেমন্ত মেলা

জিন্নাত আরা ইফা হেমন্ত মেলা
ধানের মাঠে সোনার ঢেউ, হাওয়ায় বাজে বাঁশি,
আকাশ জুড়ে মেঘের ভেলা, রোদটি মিষ্টি হাসি।
পথের ধারে খেজুর গাছে ঝরে টপটপ রস,
মাটির গন্ধ মেখে উঠে নতুন দিনের স্পর্শ।
গ্রামের মাঠে বসেছে আজ হেমন্তেরই মেলা,
বালিকা ছেলেরা দৌড় দিচ্ছে হুল্লোড় খেলা খেলা।
চুড়ি, বাঁশি, পাখির বাঁশি, মাটির পুতুল টানে,
পিঠার ঘ্রাণে মাতোয়ারা মন যায় উড়ে গানে।
মাঠের প্রান্তে কৃষক হাসে, ঘরে ধান ভরা,
মধুমাসের আশীর্বাদে উঠেছে সুখ ধরা।
হেমন্ত বলে “এসো সবাই, প্রকৃতিরই ছোঁয়া,
শস্যে, হাসিতে, মেলায় ভরে জীবন যেন বোঁয়া।”







