প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬
শীতের পিঠা
ঝুমা আক্তার

ঝুমা আক্তার শীতের পিঠা
শীতকালটা মানেই যেন,
পিঠে-পুলির দেশ।
হরেকরকম পিঠে খেয়ে,
এই তো আছি বেশ।
চুলায় বসে ভাপা পিঠা,
খেজুর রসের গন্ধ।
মায়ের হাতের স্বাদে মিশে,
ভরে ওঠে মন আনন্দ।
চিতই, পাটিসাপটা আর,
দুধে ভেজা পুলি।
শীতের সকালে হাসি ফোটায়,
পিঠার রঙিন ঝুলি।
গ্রামের উঠোন, হাসির মেলা,
শীতের রোদে বসে।
পিঠার সাথে গল্প জমে,
আপনজনের কষে।
শীতের পিঠা শুধু খাবার নয়,
স্মৃতির মিষ্টি গান।
মায়ের মমতা, শৈশব ভরা,
বাংলার প্রাণের প্রাণ।








