রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬

লাল সবুজের দেশ

শাকেরা বেগম শিমু
লাল সবুজের দেশ

শাকেরা বেগম শিমু লাল সবুজের দেশ

আমার বাড়ি চায়ের দেশে সুরমা নদীর পাড়ে,

সবুজ টিলার হাতছানি ভাই মন যে সদাই কাড়ে।

মাঠভরা ধান সোনারোদে ঝলমলিয়ে হাসে,

নদীর দুকূল জড়িয়ে থাকে স্নিগ্ধ কোমল ঘাসে।

হেথায় আছে জারুল, পলাশ, কৃষ্ণচূড়ার মেলা,

নদীর ওপার সবুজ পাহাড়, পাংশু মেঘের ভেলা।

ছাতিম গাছে শালিক নাচে হিজল বনের কাছে,

বুলবুলিটা অবাক হয়ে তাইতো চেয়ে আছে!

বৃক্ষভরা রাঙা শিমুল দুলছে দেখো গাছে,

লালপুকুরে লাফিয়ে বেড়ায় ট্যাংরা-পুঁটি মাছে।

কাজলা দিঘীর বুকে দেখো রাঙা হিজল ভাসে,

নিতল দিঘীর শীতল জলে শাপলা-কমল হাসে।

ঝর্ণা ধোঁয়া পাহাড় যেথায়, সবুজ ঘেরা বন,

সেথায় সদা হারিয়ে যেতে চায় যে আমার মন।

ভোরে পাহাড়-বন মাড়িয়ে সূর্য উঠে হেসে,

দেখতে যদি চাওগো এসো ‘লাল-সবুজের দেশে’।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়