রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮

বৃক্ষের নিদ্রা

খায়রুল আলম
বৃক্ষের নিদ্রা

খায়রুল আলম বৃক্ষের নিদ্রা

চারদিকে সুস্থ বায়ুর আবির্ভাব,

তীব্র তপ্ত রৌদ্রে এক ফসলা ছায়া,

হারিয়ে ফেলা গন্তব্যের পথ নির্দেশক,

ঝড়ের পাগলাটে রূপের টুঁটি টেনে ধরা।

পাখিদের নীড়ে ছোট্ট সংসার,

পথিকের এক পলক বিশ্রাম,

ফুলের সৌরভে মধুকরের আগমন,

এই বৃক্ষের শখ, এতেই বৃক্ষের সুখ।

বেলাশেষে বৃক্ষ বৃদ্ধ হয়, হারায় যৌবন,

আসেনা মধুকর, বসে না পথিক,

ঝড়ের মোকাবিলা আর হয়না,

চিরতরে অগোচরে মিলিয়ে যায়,

বৃক্ষের নিদ্রা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়