রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮

বিজয় এক দীর্ঘ মিছিলের নাম

আহনাফ আবদুল কাদির
বিজয় এক দীর্ঘ মিছিলের নাম

আহনাফ আবদুল কাদির বিজয় এক দীর্ঘ মিছিলের নাম

৭১ থেকে ২৪।

২৪ থেকে অনাদিকাল ধরে

অসীম অনন্তের পথে

এ মিছিল চলবেই।

প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলবেই।

পৃথিবীর পথে পথে

প্রতিটি ধ্বংসাবশেষ থেকে

মুক্তির জাগরণে

কেউ তো আওয়াজ তুলবেই।

বিজয় এক দীর্ঘ মিছিলের নাম

যা থামে না কোনো হুমকিতে,

ভেঙ্গে পড়ে না

কারো চোখ রাঙানিতে।

একটি কণ্ঠ স্তব্ধ হয়ে এলে হাজার কণ্ঠ জেগে ওঠে।

ইতিহাস সাক্ষী,

মানুষ হার মানে না সহজে।

মানুষ হাঁটে, নিরন্তর হেঁটে যায়

অন্যায়ের বিপরীতে,

ন্যায়ের পক্ষে।

এ মিছিল চলবেই

দিগন্ত থেকে দিগন্তে

জুলুম অধ্যুষিত প্রতিটি জনপদে

বিজয়ের স্ফুলিঙ্গ অনাদিকাল জ্বলে ওঠবেই।

ফেরা হবে না কোনোদিন

আমার আর ফেরা হবে না কোনোদিন

প্রিয় ফুলের কাছে,

সুরেলা পাখির কাছে,

নদী কিংবা সমুদ্রের কাছে।

ফেরা হবে না আরÑ

সময়ে কিংবা অসময়ে,

হারানো নামের কাছে।

তবু গভীর রাত নামবে,

প্রগাঢ় অন্ধকারের পর

তিরতির আলো ফুটবেÑ

ফজর হবে পৃথিবীর;

আমার হবে না ফেরা আর।

প্রতিনিয়ত সূর্য উঠবে,

পাখি ফিরে যাবে আপন নীড়ে

তবু ফেরা হবে না আর আমার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়