শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:২২

রক্তধারায় জন্ম নেওয়া বিপ্লব

এসএম বাশার
রক্তধারায় জন্ম নেওয়া বিপ্লব

এসএম বাশার রক্তধারায় জন্ম নেওয়া বিপ্লব

হে অকুতোভয় সাহসী রণযোদ্ধা,

অন্ধকার কাটাতে তুমি যে আলোর মশাল জ্বালিয়েছ,

তা আজ দিগন্তের সীমা অতিক্রম করে পৌঁছে গেছে বিশ্বালয়ে।

হে ন্যায়ের পথের সারথি,

আমরা যেমনি জীবন কামনা করি, তুমি তেমনি করেছ মরণ,

স্বদেশ ও মানুষের জন্য নিজেকে বিলীন করেছ নক্ষত্রের মতো,

ওরা বোঝেনি মানুষকেই কেবল মারা যায়,

তার চেতনাকে কোনো বুলেটে বিদীর্ণ করা যায় না।

হে আলোর দিশারি,

জীবনের দামে তুমি যে অনুপ্রেরণা ঢেলেছ কোটি হৃদয়ে,

আমরা সে পথে বিজয়ের ভোর নামা পর্যন্ত রক্ত ঢেলে যাব।

আমরা তোমাকে বিদায় জানাতে চাইনি,

কে বলে কিংবদন্তিদের বিদায় হয়!

শত বছর পরেও রাজপথের উত্তাল কোনো মিছিলে

কোনো এক সাহসী যখন দরাজী কণ্ঠে মুক্তির ডাক দেবে,

তখনই ইতিহাসের পাতা থেকে জাগ্রত হবে তুমি।

লোকে বলবে এ তো এ প্রজন্মের হাদি,

হাদিরা ফিরে আসে বিপ্লবের সময়

শুধু দেহ রঙ বদলায়, হৃদয় অভিন্ন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়