প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩
শহিদ হাদি

সাহেদ বিন তাহের শহিদ হাদি
চব্বিশের অভ্যুত্থনের এক মহান নেতা।
চাঁদাবাজ, সন্ত্রাসীদের আতঙ্ক
তুমি বিদ্রোহী, বিপ্লবী
তুমি অমর,
লাখো যুবকের অনুপ্রেরণা।
শহিদ শরিফ ওসমান বিন হাদি
ওরা ভেবেছে,
তোমার মাথার খুলি উড়ালেই তুমি শেষ!
শেষ হয়ে যাবে তোমার স্বপ্ন
দেশকে নিয়ে দেখা শত আশা-আকাক্সক্ষা ।কিন্তু ওরা জানে না,
লাখো যুবক আজ হাদি হতে চায়।
এক হাদির চোখ বন্ধ করতে পারলেও
লক্ষ হাদি তৈরি আছে প্রতিটি পাড়ায় পাড়ায়।ছবি-১৫
মাহমুদ হাসান সজীব
অদৃশ্য আলোচিনি না তোমাকে, দেখি না চোখে,
তবু স্বপ্নে বারবার আসে তোমার আভা।
নামও নেই, ঠিকানা অজানা,
তবু মনে হয় তুমি কাছে, আকাশেরও কাছে।হাওয়ার সঙ্গে নাচে তুমি নিঃশব্দে,
রাত্রির ছায়ায় হাসো অচেনা হেসে।
আমি খুঁজে ফিরি তোমার ছায়া,
কিন্তু তুমি থেকে যাও ধূসর-রহস্যে অব্যক্ত।তুমি কি স্বপ্ন, নাকি বাস্তবের কোন খোঁজ,
তোমার ছোঁয়া না পেলেও মনে বাজে সুর।
চুপচাপ থাকে রাতের আকাশে তোমার ছায়া,
আমি বেঁচে থাকি শুধুই সেই অদৃশ্য আলোয়।








