শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩

দীর্ঘশ্বাস বুকের ভেতরে

এস ডি সুব্রত
দীর্ঘশ্বাস বুকের ভেতরে

এস ডি সুব্রত দীর্ঘশ্বাস বুকের ভেতরে

ভেতরে অনুভূতির প্রবল রক্তক্ষরণ

জোছনার আলোয় উদ্ভাসিত হয় না দেহমন

ফেলে আসা পাণ্ডুলিপির অক্ষরে অক্ষরে

সঞ্চিত সমস্ত আবেগ জলজ অন্ধকারে ,

অতীত আঁকড়ে থাকা গুল্মলতায়

অন্তিম আলোর গোধূলি আসে

পাঁজর ঘেঁষে করুণ নির্জনতায়।

ভাগ্য খেলে কানামাছি নির্মম পরিহাসে

খসে পড়া ডানার পালকে

পাখির অবয়ব খুঁজি বেদনার ভারে

অবশ অনুভবে দীর্ঘশ্বাস বুকের ভেতরে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়