শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২

কথার ভার

নাইমুর রহমান
কথার ভার

নাইমুর রহমান কথার ভার

বুকের ভেতর অনেক শব্দ জমা হয়

খুলে বলবার ইচ্ছে হয় প্রতি প্রহরে

কিন্তু কাকে যে বলবো কথা

সে মানুষ আর মিলে না।

আমি শূন্যতায় ঘেরা চোখে আকাশ পানে চেয়ে রই আনমনে নিজের সাথে নিজেই কথা কই

ডানে বামে কে আমায় দেখে হাসে

তাতে টের পাই না

আমি ভাবি ভাবনার গভীরে ডুবে যাই

আমি ভাবতে ভাবতে কূলকিনার হারিয়ে ফেলি

আমার হৃদয় বিষণ্ন ব্যথায় ভরে যায় দু’দণ্ড প্রশান্তি পেতে মরিয়া হয়ে চায়

পাখি, ফুল, নদী, জল বনানি

সবাই তার আপন কথা বলে যায়

আর অথচ আমি চেয়ে রই নিথর দেহে প্রহর গুনি

এই বুঝি কেউ ডাকছে আমায় এই বুঝি কেউ শুনছে আমায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়