সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯

প্রয়োজন এবং ত্যাগ নিয়েই তো আমাদের জীবন

সন্তোষ দাস মনা
প্রয়োজন এবং ত্যাগ নিয়েই তো আমাদের জীবন

আমার মনে হয় এই ব্যাপারটা সকলের ভেতর কাজ করে--একা একা কথা বলা। বলবেন, একা একা কথা বলে পাগল/ ডিপ্রেশনগ্রস্ত মানুষ। অথচ চোখে দেখা সুস্থ মানুষও একা একা কথা বলে, মানে নিজের সাথে নিজে কথা বলে, আর যে বলে না, সে নিজেকে বুঝতে বা বোঝাতে সক্ষম নয়।

প্রয়োজন এবং ত্যাগ, দুটো বিষয় নিয়ে আমাদের জীবন। অন্যান্য বিষয়ও এই দুটো সমীকরণের মধ্যেই পড়ে।

‘আমার আমি’কে চিনতে পারে না নাইন্টি নাইন পার্সেন্ট মানুষ।

গুরুত্ব বহন করে এমন সময়ে যারা সিদ্ধান্তের অভাবে ভোগে, তারা প্রাচীলের ভেতর বসবাস করে। এই প্রাচীল কখনো কারো কাছে মাকড়সার জাল, কারো কাছে আবার কংক্রিটের দেয়াল। কিন্তু সিদ্ধান্ত তো আপনাকে নিতেই হবে।

প্রয়োজন এবং ত্যাগ এই দুটো বিষয় নিয়ে আমাদের জীবন সংগ্রাম। ত্যাগ আপনি চাইলেই করতে পারেন, কিন্তু প্রয়োজন হলো আপনাকে যে পেতে হবে। তবে জোরজবরদস্তি করে প্রয়োজন মিটানোর কোনো সুযোগ নেই। প্রাপ্তির নিয়ন্ত্রণ রেখা মেনে আমাদের চলতে হয়।

ক্রান্তিকালে ভুল সিদ্ধান্ত আমাদের জীবনে অবিনশ্বর আক্ষেপ! আমরা বলায় ভুল করি, চলায় ভুল করি। তবে এটা যখন অস্বাভাবিক হয়ে উঠে, তখন আমাদের প্রয়োজনের পাশে একটা প্রাচীল তৈরি হয়।

দেখবেন, কথা অস্ত্রের চেয়ে ভয়ংকর। একবার মুখ ফসকে বেরিয়ে পড়লে, আপনার সাজানো সম্পর্ক কাচের মতো ভেঙ্গে পড়তে পারে। অসহিষ্ণু বাক্যে তিক্ততা বাড়ে, এমনকি নিঃসঙ্গ হয়ে উঠতে পারেন।

সময়ের গুরুত্বে প্রতিটি পদক্ষেপ আমাকে/আপনাকে ‘রাইট নাও ডিসিশন’ নিয়ে চলা দরকার। হয়তো কেউ কেউ বলবেন, এখনকার সিদ্ধান্ত, এই সময়ের জন্যে যথার্থ ছিলো, এই কথার সাথে আমিও দ্বিমত করবো না, তবে সেটা যেন অতিমাত্রায় আবেগের সিদ্ধান্ত না হয়।

আমরা মানুষরা ভুল করতেই পারি, কেউই আমরা ভুলের ঊর্ধ্বে নই, ভুল না করলে সঠিকতার সন্ধান পাওয়া যায় না। তা ছাড়া সবকিছু যে আমার/আপনার হাতে নেই, এটাওতো জলের মতো পরিষ্কার।

আমরা বলি না যে, “ভগবান যা করেন, মঙ্গলের জন্যে করেন।”

ঈশ্বর আমাদের সবসময় সঠিক সিদ্ধান্তের সাথে থাকেন, ভুল সিদ্ধান্তের সাথে না। সবারটা শুনবেন, মান্যতা দেবেন নিজের সিদ্ধান্তকে।

গুরুত্ব বহন করে এমন সময়ের সিদ্ধান্ত হলো, পুরাতন কাপড় ফেলে নতুন কাপড় পরিধানের মতো, যা মানুষকে নতুন কোনো স্বপ্ন দেখায়, পথ দেখায় এবং নিরাপত্তাও দেয়।

ভাগ্যের লিখন বলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে ভুল বলে চালিয়ে দেওয়া দুর্বল মন মানসিকতার পরিচায়ক। মানুষ একা একা যখন কথা বলে বা মনে মনে যখন কথা বলে, তখন শুধু কথা বলে না, উত্তর খুঁজে বেড়ায়, সমাধান খ্ুঁজে বেড়ায়, আর সমাধানটা আপনার ভেতর থেকেই আসতে হবে, আর ঈশ্বর আপনার সহায়ক হবেন।

শিক্ষা গ্রহণ করা যেমন মানুষের কাজ, সঠিক সিদ্ধান্তে পৌঁছানোও তার দায়িত্ব। প্রতিটি কদমে মানুষ দেখছে জানছে শিখছে। স্থান-কাল-পাত্র সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এই কথাটার মর্ম বুঝি না, তাই আমাদের সমস্যাও বেশি, সিদ্ধান্তহীনতাও বেশি। চাইলে সুখশান্তি কব্জা করা যায়, কিন্তু আমাদের এই চাওয়ার মাঝে বহু প্রতিবন্ধকতা আমরা নিজেরাই তৈরি করে বসে থাকি। দোষ আমার, দেই অন্যকে! এটাই আমাদের বড়ো দোষ। এজন্যেই শুরু তে বলেছিলাম ‘আমার আমি’কে চিনতে পারে না নাইন্টি নাইন পার্সেন্ট মানুষ এ কথা বলে। দেখুন, পৃথিবীতে একটা কাজ খুব জটিল এবং কঠিন, আর তা হলো মানুষ চেনা। চেনা মানুষের অচেনা আচরণ খারাপ সময়ে কমন বিষয়, এটা আমরা সহসা মেনে নিতে পারি না। জীবনে খারাপ সময়টা ভুল সিদ্ধান্তের দুর্ভোগ। শতভাগ নির্ভুল মানুষ নেই। দোষী না হয়ে দোষ স্বীকার করে সংশোধন হওয়া অনেক ভালো কাজ। এক জীবনে একজন মানুষের কতো দায়িত্ব কতো কর্তব্য পালন করতে হয়। সেখানে সিদ্ধান্ত থাকে, প্রয়োজন থাকে আবার ত্যাগও থাকতে হয়। একটি সুন্দর জীবনের পতন অসুন্দর সিদ্ধান্তের কারণে ঘটে এটাই বাস্তবতা। তিন ভাগ মানুষের জীবনে যদি দু ভাগ ভুল সিদ্ধান্তের কারণে নষ্ট হয়ে যায়, বাকি এক ভাগের আর কোনো মূল্য থাকে না। জীবনে সময়টা নির্ধারিত। তাই সময়ের সিদ্ধান্ত সময়েই নিতে হয়।

সকলের সুস্থতা ও সুন্দর জীবন কামনা করি। ৩০.১১.২০২৫।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়