শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:২১

যে শহরে

এস ডি সুব্রত

যে শহরে এস ডি সুব্রত

যে শহর সত্তায় অনুভবে মননে মগজে

অনিমেষ খেলা করে

যেখানে আমার স্বপ্নগুলো উড়ে বেড়ায়

সকল ভুলে

যে শহরে নির্ভরতার মানুষ থাকে

স্বপ্নের রূপালি চাঁদ উঠে সমস্ত আঁধার ঠেলে

অপরূপ পদ্মা মেঘনার যুগলধারার

মোহন মায়ায় নিত্য হাতছানি দেয়

সেই শহরের মানুষ ছেড়ে

ভাল থাকতে পারি না কোনোভাবেই,

যে শহরে খবর রাখার প্রিয়জন চলাফেরা করে

যেখানে তার নিত্য উঠা বসা

সে শহরটিও খুব প্রিয় হয়ে যায় মনের অজান্তে

কাছের মানুষটা যখন ব্যস্ত থাকে

তখন সে শহরটাকে দেখি মনের চোখে

অথবা প্রিয় ওয়েব পোর্টাল ফোকাস মোহনায়

ঐ শহরের আবহাওয়ার খবর রাখি

বৃষ্টি বা ঝড় হবে কিনা লক্ষ্য রাখি

বিদ্যুৎ গ্যাসের খবর নিই

চাঁদপুর কন্ঠ, চাঁদপুর দর্পণ অথবা অনলাইন নিউজে ।

কাছের মানুষটার জন্যে

সে শহরটাকে শহরের মানুষকেও প্রিয় মনে হয়

ঐ শহরে খারাপ কিছু হলে

আমার মন খারাপ হয় অবচেতনভাবে,

প্রিয় সে শহরের

ভালো কিছু দেখলে আনন্দে বুক ভরে যায়

শহরটার জন্যে সেই শহরের প্রিয় মানুষটার জন্যে ।

দিনে দিনে বিবর্ণ এস ডি সুব্রত

সহজ আবেগ অনুভব ইচ্ছে

ছোট্ট চাওয়া নির্ঘুম রাত নোনা জল

কখনো কখনো বড়ো অর্থহীন,

সাধের পৃথিবী সাদামাটা অনুভূতি

কখনো কখনো বড়ো অপাংক্তেয়

একরাশ দীর্ঘশ্বাস লক্ষবিহীন ছুটে চলা

নির্ভরতার আকাশ দূর থেকে দূরে

ভালোলাগার দিগন্ত যেন

দিনে দিনে বিবর্ণ ক্ষীণকায় ধূসর !

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়