শনিবার, ৩০ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:১৬

লেখিকা

অনলাইন ডেস্ক
লেখিকা

নীলপত্র পাটোয়ারী

লেখিকা

(উৎসর্গ : ব্যক্তিগত লেখিকাকে)

কথাদের মহারাণী উপাধি প্রাপ্ত সে,

অন্দরমহলে তার অনেক গুণগান।

সকলে তাকে আখ্যা দিয়ে বলে,

সে তো লেখিকাদের মহান।

কথা বলতে পারে সে নিজের মনের সাথে,

সে সাধনা করে মস্তিষ্কের গহীন হতে।

শব্দের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তার,

তার আছে সাহিত্যের অঢেল সমাহার।

অক্ষর বুননে ভীষণ রকম পারদর্শী সে,

বর্ণমালা তার হাতের মুঠোয়,

আর শব্দ হয় তার চিরসঙ্গী—নিত্যসাথে।

বাস্তবতা ও কল্পনার সমন্বয়ে তৈরি তার কবিতা,

বাতলে দিতে পারে মনের সকল কথা।

তার কবিতা গল্প বলতে জানে,

চিন্তার দেশে গুম করে শব্দের মারপ্যাঁচে হন্যে করে দিতে পারে।

তার শব্দের মারপ্যাঁচ বোঝা ভীষণ কঠিন—

যদি তুমি বুঝতে পারো!

তবেই হতে পারো বাঘা যতীন।

সে বিষুব রেখার মতো অদৃশ্য,

কুহেলিকার মতো এক ছায়া-মানবী।

শুধু তার কবিতাই রয়েছে দৃশ্যমান,

সে যেন মায়া-বনের এক হরিণী।

তার প্রাচুর্য বিশালতর,

সে থাকে নিজের অন্তরালে।

তার সীমাহীন ঐশ্বর্য

ছোঁয়ার আগে মিলিয়ে যায় যেন ইন্দ্রজাল-স্বপ্ন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়