শনিবার, ২৩ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৩:১৯

আজ জসীম উদ্দীনের ‘কবর’ কবিতার শতবর্ষ উদ্যাপন করবে ইয়ূথ ফোরাম বাংলাদেশ ও চর্যাপদ সাহিত্য একাডেমি

আজ জসীম উদ্দীনের ‘কবর’ কবিতার শতবর্ষ উদ্যাপন করবে ইয়ূথ ফোরাম বাংলাদেশ ও চর্যাপদ সাহিত্য একাডেমি
অনলাইন ডেস্ক

প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি ও সামাজিক সংগঠন ইয়ূথ ফোরাম বাংলাদেশের যৌথ উদ্যোগে পল্লীকবি জসীম উদ্দীনের অমরসৃষ্টি ‘কবর’ কবিতার শতবর্ষ উদ্যাপন ২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার ২৩ আগস্ট চাঁদপুর রোটারী ভবনে বিকেল ৪টায় শোভাযাত্রার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা হবে।

এ উপলক্ষে ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর, বিশিষ্ট আইনজীবী রোটারিয়ান আলেয়া বেগম লাকীকে আহŸায়ক ও চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণিকে সদস্য সচিব করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, পুরো অনুষ্ঠানটি হবে জসীম উদ্দীনময়। আলোচনা সভার ফাঁকে ফাঁকে থাকবে তাঁর লেখা কবিতাপাঠ ও গানের আয়োজন। আশা করি ভালো কিছু হবে।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। পল্লীকবি জসীম উদ্দীনের ‘কবর’ কবিতার শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে শিল্পমনা সকল শ্রেণি-পেশার ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহŸায়ক রোটারিয়ান মো. আবু সাঈদ কাউসার, সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম ও প্রধান সমন্বয়কারী ফেরারী প্রিন্স।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়