শনিবার, ২৩ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৪৯

বাদলা দিনে ঘুঙ্গুর

অনলাইন ডেস্ক
বাদলা দিনে ঘুঙ্গুর

খায়রুল আলম বাদলা দিনে ঘুঙ্গুর

নামল আকাশ ভেঙে বৃষ্টি, বাজে যেন ঢোল,

ধানের খেতে নেচে ওঠে, জলের আঁচল,

বেনুবনে টুপটাপ, পল্লবীরা নাচে,

চারদিকে কাদামাটির, গন্ধ গিয়াছে ছেয়ে।

নদীর পাড়ে, মাঝি গায় নৌকা টানা গান,

নদীর বাঁকে নয়া পানি, সবাই করে পান।

ঘাটে নতুন কলসি ভাসে, চোখে জল গৃহিণী,

উনুনের স্যাঁতস্যাঁতে পানি, আগুন জ্বলেনি।

বাদলা দিনের ঘুঙ্গুর বাজে, টুপুরটাপুর বৃষ্টি ঝরে,

বাংলার ঋতু বর্ষা, প্রকৃতিতে নতুন প্রাণ আনে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়