প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১০:৫৩
তুমি নেই
অনলাইন ডেস্ক
তুমি নেই সাহেদ বিন তাহের
তুমি কি জানো?
এখন আর আগের মতো
কারো সাথে কথা হয় না।
কারো সাথে জমিয়ে আড্ডা দেই না।
মন খুলে কথা বলি না, কতদিন হয়ে গেলো!
আমার কথা গুলো সব তোমার সাথেই হারিয়ে গেছে।
শব্দ গুলো শুকিয়ে মরুভূমির ন্যায় পরিনত হয়েছে।জানো?
তুমি চলে যাওয়ার পর,
কথারা সব এমন ভাবে হারিয়ে গেছে।
যেভাবে হারিয়ে গেছো তুমি
তোমার অস্তিত্ব।
আমি তোমাকে অনেক খুঁজেছি,
খুঁজেছি আমাদের কথা মালা
সেই শব্দ গুলো কে!
কিন্তু কোথাও খুঁজে পাইনি।
তুমি নেই, তাই কথা মালা গুলো
আমার সাথে রাগ করে আছে।