প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ২০:৫৭
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানব বন্ধন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চাঁদপুর সরকারি কলেজ শাখার আয়োজনে চাঁদপুর-৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও তাঁর পরিবারকে নিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর সরকারি কলেজ শাখার আয়োজনে চাঁদপুর শহরের জে এম সেন গুপ্ত রোডস্থ জেলা শিল্পকলা একাডেমীর সন্মুখে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
|আরো খবর
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি কামরুল হাসান কাউসার ,জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআবু সায়েম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সহ- সভাপতি ধমো ইলিয়াস খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি রীমি মজুমদার।
উক্ত মানব বন্ধন অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের চাঁদপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম। এছাড়াও উক্ত মানব বন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নূরজ্জামান প্রমুখ।








