প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৫৫
আইফা মেধাবৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা
সমাজকে এগিয়ে নিতে মেধার মূল্যায়ন করতে হবে
........... জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ

জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেছেন, আলোকিত সমাজ ও আলোকিত দেশ গড়তে হলে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। পিছিয়েপড়া সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। সেই সমাজকে এগিয়ে নিতে হলে মেধার মূল্যায়ন করতে হবে। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদের এমনকি মায়েদের মূল্যায়ন করতে হবে। আজকে ভালো লাগছে আন্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের উদ্যোগে মোতাহার হোসেন পাটওয়ারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননার পাশাপাশি মেধাবী গড়ার কারিগর হিসেবে বিশেষ অবদান রাখায় উপজেলার ১৫জন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা দিচ্ছেন। আশা করবো আগামীতে শ্রেষ্ঠ মাকে সম্মাননা দেয়ার উদ্যোগ নেবেন। এতে শিক্ষার আলো শুধু ফরিদগঞ্জে নয়, সারাদেশে প্লাবিত করবে, আলোকিত করবে, আনন্দিত করবে, সমৃদ্ধ করবে দেশকে, আমাদের জাতিকে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৫) ফরিদগঞ্জে আইফা মেধাবৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, অভিভাবকদের বলবো আপনার সন্তানকে ভালো ফলাফলের জন্যে চাপ দেবেন না, চেষ্টা করবেন তারা যেনো ভাল মানুষ হয়, মানবিক মানুষ হয়, আলোকিত মানুষ হয়। তা না হলে ক্লাসে ফার্স্ট হলো, কিন্তু জীবনে বখে গেলো, তাহলে কিছুই হতে পারলো না সে। তিনি বলেন, সন্তানদের বন্ধু হতে হবে। তাদের আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে, যাতে সমাজ থেকে অন্ধকার তাড়িয়ে দিয়ে আলোর পথে আমাদের নিয়ে যেতে পারে। আমরা বিশ্বাস করি, তাদের হাত দিয়ে আগামীর প্রত্যাশিত, সমৃদ্ধ বাংলাদেশ সৃষ্টি হবে।
আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং মজিবুর রহমান ফরহাদ ও প্রোগ্রাম অর্গানাইজার নুরুল ইসলাম ফরহাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ মাছুম বিল্লাহ, বিশিষ্ট শিশু সংগঠক ও দৈনিক সমাচারের সাবেক নির্বাহী সম্পাদক ফরিদ আহমেদ রিপন, বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুল ইসলাম বাবু, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন আইফা উপদেষ্টা হারুনুর রশিদ, মাহবুব আলম বাবুল, আইফা পাঠাগারের সভাপতি মকবুল আহমেদ বিএসসি, আদর্শ একাডেমির প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বৃত্তি উপ-কমিটির সদস্য মশিউর রহমান, মিজানুর রহমান এবং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম মাসুদ।
আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ ১৫জন গুণী শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা এবং আইফা মেধাবৃত্তি প্রাপ্তদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।







