বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৯:৩৯

শাহরাস্তি মডেল স্কুলে বই বিতরণ উৎসব

ছবক ও দোয়ানুষ্ঠান

মো. জাহাঙ্গীর আলম হৃদয়।।
শাহরাস্তি মডেল স্কুলে বই বিতরণ উৎসব

শাহরাস্তি মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ উপলক্ষে এক আনন্দঘন উৎসব, ছবক ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি ইসলামী কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এবং তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু। নৈতিকতা, আদর্শ ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে হলে নিয়মিত অধ্যয়ন ও চরিত্র গঠনের প্রতি গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবু দাউদ (বিএসসি), সিনিয়র শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম, ডে শিফট ইনচার্জ জহিরুল ইসলাম। অভিভাবক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে শিক্ষার্থীদের কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সবক প্রদান ও দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বই বিতরণ উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়