প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২২:১১
৩ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ ফরিদগঞ্জে আসছেন

জাতীয় প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট কবি ও প্রবীণ সাংবাদিক এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ আগামী শনিবার (৩ জানুয়ারি ২০২৬) ফরিদগঞ্জে আসছেন।
|আরো খবর
- ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক
- নজরুল ছিলেন আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সাহসী প্রতিচ্ছবি .............প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী
- সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া
আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 'আইফা মেধাবৃত্তি ২০২৫' ও 'শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা ২০২৫' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখবেন কবি হাসান হাফিজ।
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আইফা মেধাবৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি-ট্যাক্স)।
আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রোগ্রাম অর্গানাইজার নুরুল ইসলাম ফরহাদ বলেন, এবার আমরা সীমিত পরিসরে আইফা মেধাবৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান চালু করেছি। এ বছর উপজেলার ১১২টি প্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী 'আইফা মেধাবৃত্তি ২০২৫' পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ৮১টি এবং মাধ্যমিক বিদ্যালয় ৩১টি। অনুষ্ঠানটি আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।








