সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ২২:২১

ইকরা মডেল একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ

স্টাফ রিপোর্টার।।
ইকরা মডেল একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ

চাঁদপুর শহরের শিশু শিক্ষার আদর্শ বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক আহমেদ মৃধা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইকরা মডেল একাডেমির পরিচালনা কমিটির সভাপতি লায়ন মো. গোলাম হোসেন টিটো।

বিদ্যালয়ের সুপারভাইজার মাওলানা আব্দুর রউফ খানের পরিচালনায় অনুষ্ঠানে ক্লিন চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা অ্যাড. নূরুল আমিন খান আকাশকে সংবর্ধনা প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক আব্দুর রহমান ও সপ্তরুপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আসমা আক্তার। ফলাফল ঘোষণা কার্যক্রম পরিচালনা করেন বিদ্যালয়ের ইনচার্জ মো. মিজানুর রহমান।

বক্তারা বলেন, শিক্ষক এবং অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে সক্ষম হয়। আমরা সন্তানদের শিক্ষিত করতে যতোটা পরিশ্রম করি, তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ঠিক ততোটা পরিশ্রম করতে হবে। তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকে শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তাদের থেকে পরিবার এবং সমাজ ভালো কিছু পাবে।

বক্তারা আরো বলেন, ইকরা মডেল একাডেমী চাঁদপুর শহরের বুকে একটি আদর্শ বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী। যার ফলে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল অনেক ভালো। এই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এবং শিশুদের মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা প্রশংসাট দাবি রাখে। আমরা এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল এবং শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেয়া হয়। সবশেষ বার্ষিক ফলাফল প্রকাশ করে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট এবং তাদের অভিভাবকদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানস্থলে বিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখার পদ্ধতি হিসেবে ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে দুটি ভ্রাম্যমাণ ডাস্টবিন উপহার হিসেবে প্রদান করা হয়। অতিথিবৃন্দ ডিজিটাল প্লাটফর্মে শিশুদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের শুভ উদ্বোধন ঘোষণার সাথে সাথেই অনলাইনে ফলাফল ঘোষিত হয়ে যায়। সকল অভিভাবক তাদের মোবাইল ফোনে এসএমএস আকারে সম্পূর্ণ রেজাল্ট পেয়ে যায়।

অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আকতার, সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক রাহিমা আক্তার, রেজাউল করিম, রুই আজমানিকা, মরিয়ম খানম, শাহিনা খানম, শিল্পী রাণী ঘোষ, ইসমাইল হোসেন, নাসিমা আক্তার, শামীমা সুলতানা, তানজিনা সুলতানা, ফয়সাল আহমদ, বিলকিস আরা, মরিয়ম আক্তার, বৃষ্টি আক্তার, সুমিত কুমার দত্ত, শুভ্র রক্ষিত, মানসুরা আক্তার, নাজমুন নাহার, বিলকিস আরা পিহা, রুবি আক্তার, ফাতেমা আক্তার মাহমুদা আক্তার, ফাতেমা আক্তার সুমি ও ফাতেমা বেগম। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়