প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ২১:৫০
মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে জমকালো পুনর্মিলনীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা

মতলব উত্তরে প্রথমবারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬০ বছরে প্রথম পুনর্মিলনী। এতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দেওয়া হলো সম্মাননা। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে, জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে ৬০ বছরের স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ। পুনর্মিলনী কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম এবং পুনর্মিলনী কমিটির সদস্য সচিব মনিরুল হাসান আলী নুর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান বলেন, ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর আজ প্রথম পুনর্মিলনী হচ্ছে। প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে একসঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের অগ্রযাত্রায় সবার সহযোগিতা প্রয়োজন।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, এই বিদ্যালয় এলাকার শিক্ষার বিস্তারে বিরাট ভূমিকা রেখেছে। আজকের এই মিলনমেলা প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
১৯৭১ সালের ব্যাচ থেকে শুরু করে ২০২৫ সালের ব্যাচ পর্যন্ত বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীতে যোগ দেন এবং তাদের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল পথচলায় অবদান রাখা অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ইমন মাহমুদুল ও কনা।
প্রিয় অঙ্গনে প্রাণের বন্ধনে একত্রিত হওয়া শিক্ষার্থীদের এ আয়োজন বিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্যকে নতুন করে স্মরণ করিয়ে দেয় এবং আগামীর পথচলাকে আরও বর্ণিল করার প্রত্যয় জাগায়।
দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের জনপ্রিয় উপস্থাপিকা নুসরাত জাহান উপস্থাপনার দায়িত্ব পালন করেন।








