প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০১
ক্লাসরুমের বাইরেও শিখবে শিক্ষার্থীরা: মাউশির নির্দেশনা সকল প্রতিষ্ঠানে

সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হবে।
সেই লক্ষ্যে মাউশির আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নোল্লিখিত সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমের মধ্যে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা (যেমন: ফুটবল, ক্রিকেট) এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা (যেমন: সঙ্গীত, আবৃত্তি)।
সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম জানুয়ারি ২০২৬ হতে শুরু হয়ে সারা বছরই চলমান থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হাউজ ভিত্তিক (৪টি হাউজে) এই কার্যক্রম নির্ধারিত ক্লাস রুটিনের সাথে সমন্বয় করে গতিশীল করতে হবে।
সকল প্রতিষ্ঠান প্রধান উল্লিখিত কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। এর অংশ হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, বিজ্ঞান ক্লাব ইত্যাদি কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দিতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ একাডেমিক কার্যক্রমের সাথে সমন্বয় করে তার সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম এর একটি ক্যালেন্ডার প্রণয়ন করবে ২৭/১২/২০২৫ খ্রি. তারিখের মধ্যে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ এই কার্যক্রম সমূহ মনিটরিং করবে।








