প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:৫২
হাজী লোকমান পাবলিক স্কুলের ক্লাস পার্টি ডে

হাজী লোকমান পাবলিক স্কুলের ক্লাস পার্টি ডে অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক অনুপমার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ রোকনুজ্জামান রোকন।
স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম শেখের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ ইয়াসমিন আক্তার, সহকারী শিক্ষিকা তামান্না আক্তার, মিম আক্তার ও রেহানা আক্তার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা নাতে রাসূল এবং হামদ পাঠ করেন। কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আল-আমিন।
অনুষ্ঠানের সভাপতি রোকনুজ্জামান রোকন তার বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা বিকশিত হয়। তাই তিনি স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাকে বলেন, এ ধরনের আয়োজন মাঝে মাঝে করলে এই শিশুরা ভবিষ্যতে দেশের মান উন্নত করবে ইনশাআল্লাহ। এজন্যে তিনি এ ধরনের আয়োজন করায় শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানান।








