প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২২:০২
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে স্কুলে তালা

একাদশ গ্রেডে বেতন, উচ্চ গ্রেডের জটিলতা নিরসন ও সহকারী শিক্ষকদের পদোন্নতি নিশ্চিত করার দাবিতে আন্দোলন করা প্রাথমিকের শিক্ষকদের বারোটি সংগঠনের আহ্বানে চলমান কর্মবিরতির তৃতীয় দিনে বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) ফরিদগঞ্জের অনেক স্কুলেই তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষকরা।
|আরো খবর
এদিকে পরীক্ষা না নিয়ে কর্মবিরতির মধ্যেও উপজেলার ১৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপজেলা শিক্ষা অফিসের হিসেব মতে প্রথম শিফটে ৮৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা পরীক্ষা নিয়েছেন। তবে দ্বিতীয় শিফটে তা চলবে কিনা তা নিশ্চিত নন।
সূত্র জানায়, বিভিন্ন স্কুলে আন্দোলনকারী শিক্ষকদের সাথে প্রধান শিক্ষক ও অভিভাবকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।
শিক্ষক সমিতি নেতবৃন্দ জানান, সরকারের চাপে প্রধান শিক্ষকদের কেউ কেউ পরীক্ষা নিচ্ছেন। আমরা তাদের বুঝিয়ে পরীক্ষা গ্রহণ বর্জন করতে চেষ্টা করছি। সকলেই একমত, তবে সমস্যা প্রশাসন। সরকার এখনই প্রজ্ঞাপন জারি করলে আমরা কাল থেকে পরীক্ষা গ্রহণ শুরু করবো।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রধান শিক্ষক বলেন, কর্তৃপক্ষ আমাদেরকে সহকারী শিক্ষকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অলি উল্লাহ জানান, ফরিদগঞ্জের ১৯০টি সপ্রাবির মধ্যে প্রথম শিফটে ৮৮টি বিদ্যালয়ে পরীক্ষা হয়েছে। কিন্তু দ্বিতীয় শিফটে কী হবে বলেতে পারছি না। প্রধান শিক্ষকরা ফোন দিয়ে তাদের অবস্থা বর্ণনা করছেন।








