মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০০:৩৫

চাঁদপুর শহর শাখা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর শুভ উদ্বোধন

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর শুভ উদ্বোধন

চাঁদপুর শহর শাখা কিশোরকণ্ঠ ফাউন্ডেশন আয়োজিত ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প 'কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫'-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টায় শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের শহর শাখার চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আহমাদ পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন সদস্যবৃন্দ—আব্দুর রহমান, রাশেদ প্রধানীয়া, সাইফুল ইসলাম, সাইফ আল হাসান, সাইফুল ইসলাম আফনান ও আসিফ ইকবাল।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “চাঁদপুর শহরের শিক্ষার্থীদের মেধা বিকাশে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিক্ষায় আগ্রহ বাড়াতে এই আয়োজন আমাদের ধারাবাহিক প্রচেষ্টা।”

পরীক্ষার ফরম ও সময়সূচি

আয়োজক সূত্রে জানা যায়, এ বছরের মেধাবৃত্তি পরীক্ষার ফরম সংগ্রহ শুরু হয়েছে ২৫ আগস্ট থেকে। ফরম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫ (রোববার)। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর ২০২৫ তারিখে।

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার যে কোনো স্কুল ও মাদ্রাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন করা যাবে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে। শিক্ষার্থীরা নিজ নিজ উপজেলার প্রতিনিধিদের মাধ্যমেও নিবন্ধন সম্পন্ন করতে পারবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়