মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৯:৫৩

আমাদের জীবনে সার্টিফিকেট যেমন প্রয়োজন, প্রকৃত মানুষ হওয়া তারচে' বেশি প্রয়োজন ------- অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন

ঘিলাতলী কামিল মাদরাসার কামিল ১ম বর্ষের সহীহ বুখারীর সবক অনুষ্ঠান সম্পন্ন

মুহাম্মদ আরিফ বিল্লাহ।।
ঘিলাতলী কামিল মাদরাসার কামিল ১ম বর্ষের সহীহ বুখারীর সবক অনুষ্ঠান সম্পন্ন
ঘিলাতলী কামিল মাদরাসার কামিল ১ম বর্ষের সহীহ বুখারীর সবক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ঘিলাতলী সামাদিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মো. এরশাদ উদ্দিন বলেছেন, শুধু সার্টিফিকেট অর্জনের জন্যে লেখাপড়া করে প্রকৃত মানুষ হওয়া যায় না। আমাদের জীবনে সার্টিফিকেট যেমন প্রয়োজন, প্রকৃত মানুষ হওয়া তারচে' বেশি প্রয়োজন। ঘিলাতলী মাদরাসা কামিলে উন্নীত হয়ে মতলব দক্ষিণ উপজেলায় কুরআন হাদিসের আলোকে সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মাদরাসাটিকে আরও উচ্চতায় নিয়ে যেতে লেখাপড়ার মান বজায় রাখার জন্যে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীসহ গভর্নিং বডির সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মাদরাসার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কুরআন ও সহীহ হাদিসের মৌলিক চর্চার মাধ্যমে ঘিলাতলী কামিল মাদরাসা এ অঞ্চলের মানুষের চাহিদা পূরণ করবে বলে আমি প্রত্যাশা করি।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল ১১টায় মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসার কামিল ১ম বর্ষের সবক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা এম এ বাশার। তিনি তাঁর বক্তব্যে ঘিলাতলী মাদরাসাটি কামিলে উন্নীত করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের জন্যে মহান রবের নিকট কল্যাণ কামনা করেন।

মাদরাসার সহকারী অধ্যাপক মাও. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি মো. জাকির হোসেন পাটোয়ারী, সদস্য মাও. মো. আনোয়ার হোসেন, নিশ্চিন্তপুর কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাও. মো নুরুজ্জামান, অত্র মাদরাসার সাবেক শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম, বিএফ শাহীন কলেজের উপাধ্যক্ষ ও সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম ফেরদাউস, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সরকার, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আব্দুর রশিদ পাটোয়ারী, নারায়ণপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম মুন্সি, মাদরাসা গভর্নিং বডির সদস্য মো. আজহার মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে সহীহ বুখারীর সবক প্রদান করেন ঐতিহ্যবাহী ধামতী আলিয়া মাদরাসার সাবেক হেড মুহাদ্দিস মাও. মো. ফজলুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদরাসার গভর্নিং বডির সদস্য কাজী মো. ইয়াছিন, বিশিষ্ট আলেমে দ্বীন মাও. আব্দুল মান্নান, নন্দীখোলা ফাজিল মাদরসার অধ্যক্ষ মাও. আলী আহমেদ, কাচিয়ারা জামালিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. ওয়ালিউল্লাহ, রসুলপুর আননিসা দাখিল মাদরাসার সুপার মাও. তরিকুল ইসলাম, কালিকাপুর দাখিল মাদরাসার মাও. আসাদুজ্জামান, বদরপুর ও.এস. দাখিল মাদরাসার সুপার মাও. আবুল কাশেম, ঘিলাতলী কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থী ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবু সাইদ মিয়াজী, মো. মজিবুর রহমান মিয়াজী, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, অত্র মাদরাসা গভর্নিং বডির সদস্য মো. সোহাগ বকাউল, মো. মোস্তফা প্রধান, মো. আলম ডাক্তার, কাজী মো. ফয়সালসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়