মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:০৩

শোরশাকযুক্ত প্রাথমিক বিদ্যালয় শাহরাস্তিতে শ্রেষ্ঠ

শোরশাকযুক্ত প্রাথমিক বিদ্যালয় শাহরাস্তিতে শ্রেষ্ঠ
মোঃ মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নামের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি।

১১ সেপ্টেম্বর কমিটির সভাপতি ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক পত্রে ২০২২ সালে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদের তালিকা প্রকাশ করে। এতে শোরশাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সূচীপাড়াযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা দেবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইভা রানী দে, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মালরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ ফারুক আহমেদ মজুমদার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা দেবীপুর আরিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারমিন সুলতানা, শ্রেষ্ঠ এসএমসি কেশরাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ মোস্তাফিজুর রহমান, শ্রেষ্ঠ কাব শিক্ষক ভড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদাউস এছাড়া মোহাম্মদ আবদুল মোতালেব শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে মনোনীত হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়