শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২২:২৯

শ্রীমঙ্গলে এক বছরে লোকালয় থেকে উদ্ধারের পর বনাঞ্চলে ফিরেছে ৬৭ বন্যপ্রাণী

মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে এক বছরে লোকালয় থেকে উদ্ধারের পর বনাঞ্চলে ফিরেছে ৬৭ বন্যপ্রাণী

গত এক বছরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন লোকালয় থেকে আহত এবং জীবন্ত অবস্থায় উদ্ধারের ৬৭ বন্যপ্রাণী নিজ আবাসে ফিরিয়ে দিয়েছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫) বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, গত এক বছরে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিরল ও বিপন্ন প্রজাতির বিভিন্ন বন্যপ্রাণী জীবন্ত এবং আহত অবস্থায় উদ্ধারের পর বন বিভাগ কর্তৃপক্ষকে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

উদ্ধার হওয়া এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ২৩টি অজগর, ৯টি লজ্জাবতী বানর, ৬টি গন্ধগোকুল, ৪টি বনবিড়াল, ৪টি শঙ্খচিল, ৩টি বেতা জরা সাপ, ২টি দারাশ সাপ ও ২টি সবুজ কালি মনসা সাপ। এছাড়া রয়েছে ভোঁদড়, শিয়াল, বেজি, নীলকণ্ঠ পাখি, লক্ষ্মীপেঁচা, পদ্মগোখরা সাপ, সুন্দি কচ্ছপসহ আরও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের হিসেবে ১৮ জানুয়ারি ২০২৫ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৬৭ প্রাণী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আহত বন্যপ্রাণীদের প্রাথমিক চিকিৎসা শেষে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বনবিভাগের মাধ্যমে প্রাণীগুলোকে বনে অবমুক্ত হরা হয়।

স্বপন দেব সজল আরও জানান, বনাঞ্চলের গাছপালা ও ঝোপঝাড় নির্বিচারে উজাড় হওয়ায় বন্যপ্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রাণীরা খাবারের সন্ধানে বিভিন্ন সময় লোকালয়ে চলে আসছে। বন থেকে বের হয়ে আসা এসব প্রাণীর মধ্যে বিরল এবং বিপন্ন বিভিন্ন প্রাণীও রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়